Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

১৯৬১ সালের ১৬ অক্টোবর তারিখে ইষ্টপাকিস্থান এগ্রিকালচারাল ডেভোলেপমেন্ট কর্পোরেশন (ইউপিএডিসি) প্রতিষ্ঠা লাভ করে যা বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নামে পরিচিত। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়াত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে বিএডিসি সেবার পরিধি সমগ্র বাংলাদেশে বিসত্মৃত। জনগনের খাদ্য নিরাপত্তা অর্জনে বিএডিসির প্রশাসন উইং, অর্থ উইং, বীজ ও উদ্যান উইং, ক্ষুদ্রসেচ উইং এবং সার ব্যবস্থাপনা উইং একযোগে কাজ করে যাচ্ছে। বিএডিসি ক্ষুদ্রসেচ উইং সরকারী কর্মসূচি মোতাবেক কৃষি ও কৃষকদের উন্নয়নে ভূগর্ভস্থ সেচনালা নির্মানের মাধ্যমে  সেচ সুবিধা প্রদান, জল বদ্ধতা নিষ্কাশনে মজা খাল/নালা পুনঃখনন, হাইড্রলিক ইস্ট্রাকচার নির্মান, রেগুলেটর নির্মান, সেচের পানির অপচয় রোধে কৃষকদের সেচ দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ, অচল নলকূপ সচল করণ ইত্যাদী কাজ করে যাচ্ছে।